সত্য

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৩

সত্য

 

শ্যামসুন্দর সিকদার

আলোর কাছে দৃষ্টি পেলাম
অন্ধকারে ঘুম
স্বপ্নে যেন নিদ্রাদেবী
এসে দিল চুম।

 

অন্ধ কিছু লোকের কাছে
আলোর কী দাম আছে
বোধহীন যদি চেষ্টা করে
বোধ থাকে তার পাছে।

 

শাদাকালো তফাতটা কি
জানে দৃষ্টির মালিক
মাঝেমধ্যে শান্তি আসে
দেখলে জোড়া শালিক।

 

সত্যকে যে সত্য বলে
সে বিপদে পড়ে
যুক্তি বুঝি পালায় এখন
শক্তি দেখে দূরে।

 

 

স্বপ্ন  এখন সত্য নয় তো
সত্য জোরের তত্ত্ব
চুম ঘুম আর নিদ্রাদেবীর
আবেশ হলো ব্যর্থ ।
৪/২/২০২৩, ঢাকা।