আমেরিকায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১

আমেরিকায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে

আমেরিকা এখন মৃত্যু উপত্যকা । সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ লাখ  ছাড়িয়ে গেছে। দেশটিতে শনাক্ত হয়েছে দুই কোটি ৮৪ লাখের বেশি করোনা রোগী।

শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে পাঁচ লাখ পাঁচ হাজার ৩০৯ জন মারা গেছে।

এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দুই কোটি ৮৫ লাখ ৫৩ হাজার ৫২৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৮৬ লাখের কাছাকাছি।

এর আগে বুধবার দেশটিতে একদিনে মারা যায় দুই হাজার ৫৩৭ জন। একই সময়ে আক্রান্ত হয় ৭১ হাজার ৬৪০ জন।

করোনা প্রতিরোধে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বানানো তিনটি টিকা দেওয়া হচ্ছে দেশটির নাগরিকদের।

ব্লুমবার্গ জানাচ্ছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পাঁচ কোটি ৪৭ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।

গত ২০ জানুয়ারি অভিষেক হওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, তাঁর দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে। মঙ্গলবার তিনি জানান, জুলাইয়ের শেষে ৬০ কোটি ডোজ টিকার মজুত থাকবে দেশে, যা প্রতিটি মার্কিন নাগরিককে টিকা দিতে যথেষ্ট।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31