উন্নয়নের বিষে বাংলাদেশ এখন লাল হয়ে যাচ্ছে : রুমিন ফারহানা

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১

উন্নয়নের বিষে বাংলাদেশ এখন লাল হয়ে যাচ্ছে : রুমিন ফারহানা

 

নিজস্ব প্রতিবেদকঃ  বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ রুমিন ফারহানা বলেছেন, উন্নয়নের বিষে লাল বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় সংসদে বিশেষ আলোচনায় তিনি এ কথা বলেন।

 

রুমিন ফারহানা বলেন, যে গণতন্ত্রকে মূলমন্ত্র ধরে একটি স্বাধীন দেশের জন্ম হয়েছিল, সেই দেশে গত এক যুগে চালু হয়েছে– আগে উন্নয়ন পরে গণতন্ত্র। সীমিত গণতন্ত্র। বেশি উন্নয়ন, কম গণতন্ত্র। উন্নয়নের গণতন্ত্র নামক অদ্ভুত সব স্লোগান।

 

বিএনপির এ সংসদ সদস্য আরও বলেন, দেশে সরকারী দলের নেতাকর্মী, দলের সঙ্গে যুক্ত হওয়া কিছু ব্যবসায়ী, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী, অর্থাৎ ১০ শতাংশ মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। বাকি ৯০ শতাংশ মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে অনেক গুণ।

 

তিনি বলেন, অর্থনৈতিক বৈষম্যের সঙ্গে সামাজিক-রাজনৈতিক বৈষম্যের হিসাব করলে আজকের স্লোগান হবে, ‘সোনার বাংলা নরক কেন?’

 

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশনের তথ্য তুলে ধরে রুমিন ফারহানা বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ, রাজনৈতিক অধিকার, সরকারের কার্যকারিতা, তথ্যের স্বাধীনতা, আইনের শাসন, ন্যায়বিচার পাওয়া, মতপ্রকাশ, সমাবেশ করা, ধর্ম পালনসহ ১৬টি বিষয়ে বাংলাদেশ ‘রেড জোনে’ আছে। আগের চেয়ে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। বাংলাদেশের রিপোর্ট কার্ড লালে লাল। অর্থাৎ উন্নয়নের বিষে লাল বাংলাদেশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930