উন্মুক্ত স্থানে থার্টি ফাস্ট পালন করা যাবে না

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭

উন্মুক্ত স্থানে থার্টি ফাস্ট পালন করা যাবে না

‘সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে উন্মুক্ত স্থানে থার্টি ফাস্ট পালনের কোনো অনুষ্ঠান করা যাবে না। কেউ যদি ইনডোরে বা চার দেয়ালের মাঝে অনুষ্ঠান করতে চান তবে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে।’ বলেছেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ।

৩০ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে
তিনি বলেন, ‘থার্টি ফাস্ট নাইটের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য শহরের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করবে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের ডিস্পোজাল ইউনিট ও সোয়াট টিমের সদস্যদের মোতায়েন করা হবে।’

‘গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান ও বনানী এলাকায় প্রয়োজনীয় সংখ্যক ফায়ার টেন্ডার ও এ্যাম্বুলেন্স মোতায়েন রাখা হবে। এদিন রাত ৮টার মধ্যেই রাজধানীর গুলশান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করতে বহিরাগতদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার ব্যাতীত কোনো গাড়ি বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করবে না।’

ডিএমপি কমিশনার বলেন, ‘নির্ধারিত সময়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি পরিচয় প্রদান সাপেক্ষে নীলক্ষেত এবং শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে। হেঁটে প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। ইংরেজি নববর্ষ উদযাপনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে কোনো ধরনের আশঙ্কা রোধকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অত্যন্ত বদ্ধপরিকর।’

তিনি বলেন, ‘রাত ৮টার পরে হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেয়া হবে না। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরতদের রাত ৮টার মধ্যে নিজ নিজ এলাকায় প্রবেশ করতে হবে। গুলশান এলাকায় প্রবেশের জন্য কাকলী ক্রসিং এবং আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে। তবে নির্ধারিত সময়ের পর পরিচয় প্রদান সাপেক্ষে এ দু’টি ক্রসিং দিয়ে প্রবেশ করতে হবে।’

আছাদুজ্জামান মিয়া আরও বলেন, ‘৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল পর্যন্ত রাজধানীর সব বার বন্ধ থাকবে। পটকা-বাজি, আতশবাজি, অশোভন আচরণ, বেপরোয়া গাড়ি ও মোটর সাইকেল চালানোর মাধ্যমে রাস্তায় কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীতে সকল প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন না করার জন্যও অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31