একজন নাগরিকের মাথাপিছু গড় বৈদেশিক ঋণ ২৪ হাজার ৮৯০ টাকা

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১

একজন নাগরিকের  মাথাপিছু গড় বৈদেশিক ঋণ ২৪ হাজার ৮৯০ টাকা

একজন নাগরিকের বর্তমান মাথাপিছু গড় বৈদেশিক ঋণ ২৪ হাজার ৮৯০ টাকা।

জাতীয় সংসদে আজ বুধবার প্রশ্নোত্তরপর্বে চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বৈদেশিক ঋণের স্থিতি ৪৯ হাজার ৪৫৮ মিলিয়ন মার্কিন ডলার। দেশে মোট জনসংখ্যা ১৬৯ দশমিক ৩১ মিলিয়ন। এই হিসাবে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৯২ দশমিক ১১ মার্কিন ডলার। প্রতি ডলার ৮৫ দশমিক ২১ টাকা হিসেবে বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় ২৪ হাজার ৮৯০ টাকা।

অর্থমন্ত্রী আরও বলেন, বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর সঙ্গে গত ৩০ জুন পর্যন্ত ঋণ চুক্তির পরিমাণ ৯৫ হাজার ৯০৮ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৫৯ হাজার ৪৫৮ মিলিয়ন মার্কিন ডলার ছাড় হয়েছে। ছাড়ের অপেক্ষায় আছে ৪৬ হাজার ৪৫০ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার।

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31