একজন মানবিক পুলিশ

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২২

একজন মানবিক পুলিশ

একজন মানবিক পুলিশ

কপিল দেব স্টাফ রিপোর্টার

 

 

মৌলভীবাজারে শহরের চৌমুহনায় এক ট্রাফিক পুলিশ মানবতার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ভাইরাল হয়েছে গতকাল ।

মৌলভীবাজার শহরের পুলিশদের হৃদয়ে মানবতা আর মনুষ্যত্ব এখনো বেঁচে আছে।সব পুলিশ খারাপ হয়না আবার অনেকেই ভালো। আগে দেখেছি রাস্তায় যানজট বা বেপরোয়া গাড়ি চালানো হোক পুলিশ এর গায়েই লাগে নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে তার উল্টো, সব সময় দেখা যায় ট্রাফিক পুলিশেরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।
রাস্তায় বৃদ্ধ অসহায়দের রাস্তা পারাপার করে দিচ্ছেন ওভার স্পিড, লাইসেন্স বিহিন, যানবাহনকে জরিমানা করছেন।

সেই সব পুলিশ যারা নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করেন যাদের জন্য আজও পুলিশের প্রতি সাধারন মানুষের বিশ্বাস বেঁচে আছে।অনেকেই বলেছেন করোনাকালীন সময়ের পুলিশের ভুমিকা। যেখানে সে সময় নিজ সন্তান করোনা ভাইরাস সংক্রমণের কারণে নিজ মাতা পিতা,ভাই বোন, সন্তানদেরকে ফেলে চলে গিয়েছে, সেখানে এই মাতা,পিতা, অসহায়দের পাশে এই পুলিশ বাহিনী দাঁড়িয়েছিল সেটিও মানুষ ভুলে যায় নাই। এই দৃশ্য দেখে কিছু লোকের সেই করোনাকালীন সৃতি চোখের সামনে চলে আসলো।

এদিকে বিভিন্ন পেশার লোকজন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার সহ মৌলভীবাজার সদর ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। এখনও বিভিন্ন পেশার লোকজন মনে করে পুলিশ জনগণের বন্ধু মানবতার জয় হোক।

বিস্তারিত আসছে…….

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31