এশিয়ার ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের জিডিপি’র হার বেশি: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯

এশিয়ার ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের জিডিপি’র হার বেশি: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ এশিয়া মহাদেশের ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশে বার্ষিক জিডিপি’র হার এখন সবচেয়ে বেশি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন: আমাদের জিডিপির হার ৮ দশমিক ১৩ শতাংশ।

শনিবার সিলেটে মহানগরীর কবি নজরুল অডিটোরিয়ামে জেলা সমাজসেবা অফিসের আয়োজনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, দেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় বেড়েছে। বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কারণে গত ১০ বছরে দারিদ্র সীমার হার প্রায় অর্ধেকে নেমে এসেছে। কোন দেশের তড়িৎ গতিতে উন্নয়ন সাধিতে হলে ধনী দরিদ্রের ফারাক বৃদ্ধি পায়। কিন্তু বাংলাদেশের ধনী দরিদ্রের ফারাক প্রতিবেশী ভারত, শ্রীলংকা, নেপাল থেকে অনেক কম।

পরে ২৬৮ জন দুরারোধ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মধ্যে ১ কোটি ৩৪ লক্ষ টাকা অনুদান দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মো. এমদাদুল ইসলাম।

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31