এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে ২০ লাখেরও বেশি শিক্ষার্থী

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২

এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে ২০ লাখেরও বেশি শিক্ষার্থী

ছবি সংগৃহীত।

 

মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষায় এ বছর অংশ নিচ্ছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী।

এর মধ্যে নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। সারা দেশে এসব শিক্ষার্থীদের পরীক্ষা নিতে প্রস্তুত করা হচ্ছে তিন হাজার ৭৯০টি কেন্দ্র। শিক্ষা মন্ত্রণালয়ে গতকাল রোববার জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে এক লাখ ৬৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী অংশ নেবে।’ আগামী ১৯ জুন এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৬ জুলাই পর্যন্ত।

 

 

 

তবে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২৫ জুনের পরীক্ষাটি একদিন এগিয়ে ২৪ জুন করা হয়েছে। জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী।

 

 

 

জানা যায়, এ বছর এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের। এসএসসিতে বিভাগ ভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31