কবীর সুমনের জন্মদিন আজ

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৩

কবীর সুমনের জন্মদিন আজ

আজ কবীর সুমনের জন্মদিন । এ উপলক্ষে তাঁকে নিয়ে লিখেছেন অনেকেই ।
অস্ট্রেলিয়া প্রবাসী লেখক অজয় দাশগুপ্তের লেখা তুলে ধরা হলো জন্মদিনের শুভেচ্ছা হিসেবে ।
বদমেজাজি, একরোখা, ইংরেজিতে যাকে বলে এক্সেন্ট্রিক একদম তাই।
যখন মানব মিত্র নামে দেশ পত্রিকায় লিখতেন তখনই বোঝা গিয়েছিল এ সহজপাচ্য কেউ নয়।
বাংলা গানে গিটার হাতে নতুন ধারা নিয়ে এলেন বটে তবে তা পাশ্চাত্যে পুরনো। বব ডিলান একাই উদাহরণ হিসেবে যথেষ্ট।
তবে এটা ঠিক প্রবল রবীন্দ্রনাথ অনুরাগী হবার পরও গানকে রবীন্দ্র নজরুল ও পুরানো দিনের গান নামে পরিচিত ধারা থেকে রিলিফ দিয়েছিল।
কখন যে কি বলেন বোঝা মুশকিল। বললেন, হিন্দুদের ভিড়ে মুসলিম হতে চান, মুসলিমদের ভিড়ে না কি হিন্দু। অতঃপর তসলিমা নাসরিনের বিরুদ্ধে দিলেন ফতোয়া।
কংগ্রেস বিজেপি তৃণমূল বাম সব মিলিয়ে এক ককটেল দাদা রাজনীতি করে এম পি হয়ে তারপর ছেড়ে ছুঁড়ে সাফ।
ওপারে বলেন, ভারতের আকাশ তাকে আলো দেয়, নদী জল দেয় তাই তিনি ভারতীয়। এদিকে এলে বলেন, নাগরিকত্ব দিলে বাংলাদেশী হতে ভালোবাসতেন।
কথা নয়, গান শুনতে হবে শুধু তাঁর।
এক কাপ চা য়ে শুধু তোমাকে চাই
বা
ছেঁড়া তালপাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া
এই নশ্বর জীবনের মানে
শুধু তোমাকেই চাওয়া।
এ গানটি বাংলা লিরিকে অমর। সুরে কন্ঠে অসাধারণ।
শুভ জন্মদিন কবীর সুমন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31