কারা ছিলেন হেলেনা জাহাঙ্গীরের টার্গেট ?

প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২১

কারা ছিলেন হেলেনা জাহাঙ্গীরের টার্গেট ?

কারা ছিলেন হেলেনা জাহাঙ্গীরের টার্গেট  ? বিতর্কিত নারী হেলেনা জাহাঙ্গীরের একের পর এক অপকর্ম ও চাঁদাবাজির খবর প্রকাশ্যে আসছে। নিজের উদ্দেশ্য হাসিলে যেকোনো পন্থা ব্যবহার করতেন হেলেনা। কখনও সখ্য তৈরি করে ব্ল্যাকমেইল করে, আবার কখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে উদ্দেশ্য হাসিল করতেন তিনি। তার প্রতারণার নেটওয়ার্ক ছড়িয়ে আছে দেশ-বিদেশের আনাচে-কানাচে।

জানা গেছে, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফাঁদে ফেলতে প্রথমে টার্গেট করতেন হেলেনা জাহাঙ্গীর। এরপর তার সঙ্গে কৌশলে সখ্য গড়ে তুলতেন। সেই সখ্যের সুযোগ নিয়ে ব্ল্যাকমেইল করে তিনি কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নিতেন দাবি করেছে তদন্ত সংশ্লিষ্টরা।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, হেলেনা সুনির্দিষ্ট একজন ব্যক্তির জন্য থেমে থাকেননি। প্রতিনিয়ত বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয় তার। উদ্দেশ্য হাসিলের জন্য যাকেই প্রয়োজন হয়েছে তাকে তিনি ঘায়েল করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলেছেন এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন শুধু উদ্দেশ্য হাসিলের জন্য।

এছাড়া জয়যাত্রা ফাউন্ডেশনের নামে দেশ-বিদেশ থেকে অর্থ সংগ্রহ করতেন হেলেনা জাহাঙ্গীর। দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে প্রথমে সখ্য তৈরি করে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতেন হেলেনা। এছাড়া অবৈধ জয়যাত্রা আইপি টিভির মাধ্যমে দেশ-বিদেশে প্রতিনিধির মাধ্যমেও তিনি চাঁদাবাজি করেছেন। তার নিজস্ব সাইবার টিমও রয়েছে। কেউ তাকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করলে তাদের ঘায়েল করার দায়িত্ব ছিল ওই সাইবার টিমের।

খন্দকার আল মঈন বলেন, হেলেনা জাহাঙ্গীরের স্বামী ১৯৯০ সাল থেকে গার্মেন্টসে চাকরি করতেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে অন্যদের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে ব্যবসা শুরু করে এখন পর্যন্ত পাঁচটি প্রতিষ্ঠানের মালিক তিনি।

গত বৃহস্পতিবার রাত আটটার দিকে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালায় র‍্যাব। প্রায় সোয়া চার ঘণ্টার অভিযানে ওই বাসা থেকে বিদেশি মদ, বিদেশি মুদ্রা, হরিণ ও ক্যাঙারুর চামড়া, ক্যাসিনোর সরঞ্জাম ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এরপর হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়।

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930