কালীগঞ্জে ইউপি সদস্যের শূন্য পদে উপনির্বাচনে বিজয়ী কামরুল হাসান (রুবেল)

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৪

কালীগঞ্জে ইউপি সদস্যের শূন্য পদে উপনির্বাচনে বিজয়ী কামরুল হাসান (রুবেল)
তৈয়বুর রহমান (কালিগঞ্জ) গাজীপুর:
গাজীপুর কালীগঞ্জের ইউপি সদস্য মোঃ আব্দুল কাদিরের মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১১৮৪ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন কামরুল হাসান (রুবেল)।
রবিবার (২৮ এপ্রিল) উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে উত্তর খৈকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল কাদির ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন। গত বছরের ৪ এপ্রিল তিনি মৃত্যুবরণ করায় এই পদটি শূন্য হয়। এই ওয়ার্ডের একটি মাত্র ভোটকেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯০০জন। এখানে পুরুষ ভোটার ১৪৭০ নারী ভোটার রয়েছে ১৪৩০ জন।  উপনির্বাচনে ইউপি সদস্য পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুইজন প্রার্থীর মধ্যে কামরুল হাসান (রুবেল) ১১৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি তো ফুটবল প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031