কুলাউড়ায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে থানা পুলিশের বর্ণাঢ্য র‍্যালী

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২২

কুলাউড়ায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে থানা পুলিশের বর্ণাঢ্য র‍্যালী

কপিল দেব স্টাফ রিপোর্টার

আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে কুলাউড়া থানা পুলিশের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালী আয়োজন করা হয়।

 

 

 

আজ শনিবার( ২৫ জুন) বিকাল ০৫.০০ ঘটিকায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশ মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল সাদেক কাউসার দস্তগীর এর নেতৃত্বে আনন্দ র‍্যালীটি কুলাউড়া বঙ্গবন্ধু উদ্যানের সামনে থেকে শুরু হয়ে দক্ষিণ বাজার প্রদক্ষিণ করে কুলাউড়া থানার সম্মুখে এসে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

 

 

উক্ত আনন্দ র‍্যালীতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক এর সঞ্চালনায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ. স. ম কামরুল হাসান, ৭নং কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দিক হোসেন নোমান, অফিসার ইনচার্জ বড়লেখা থানা জাহাঙ্গীর হোসেন, অফিসার ইনচার্জ জুড়ি থানা সঞ্জয় চক্রবর্ত্তী, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এবং কুলাউড়া, জুড়ি ও বড়লেখা থানার অফিসার-ফোর্সসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

 

উল্লেখ” পদ্মা সেতুর উদ্বোধনে আজ পুরো জাতির মধ্যে উৎসবের আমেজ বিরাজমান। আমরা বিশ্বাস করি পদ্মা সেতুর মাধ্যমে সারা বিশ্বে আজ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আরও সুদৃঢ় হবে। কোটি বাঙ্গালীর আত্মমর্যাদা ও গর্বের স্বপ্নের পদ্মা সেতু। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতুর সফল বাস্তবায়ন বাংলাদেশের উন্নয়নকে তরান্বিত করবে বহুগুণ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31