গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে তিন বাসে আগুন

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৩

গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে তিন বাসে আগুন
সদরুল আইনঃ
গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় নানি-নাতিসহ তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) ছয়দানা মালেকের বাড়ি এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুত্বর আহতাবস্থায় তাদেরকে প্রথমে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ লোকজন তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে।
দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত গার্মেন্টস শ্রমিক ও বিক্ষুব্ধ লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।
এক পর্যায়ে উত্তেজিতরা বিক্ষিপ্তভাবে তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কিছু যানবাহন ভাংচুর করে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই মহাসড়কের গাছা থানাধীন ছয়দানা মালেকের বাড়ি এলাকায় নানি-নাতিসহ তিনজন রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় ঢাকাগামী অনাবিল পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস ওই তিনজনকে চাপা দেয়। এতে তারা গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় তারগাছ এলাকায় তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিনটি গাড়ির আগুন নেভায়।
এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উভয়মুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক আশরাফ হোসেন জানান, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31