গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের জন্য নির্ধারিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী এই ইউনিটের সর্বোচ্চ নম্বর ৯৩.৭৫।

 

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট – https://gstadmission.ac.bd/ ফল দেখতে পারবেন।

 

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির দেওয়া তথ্যমতে, গত ২৪ আগস্ট অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬৩ হাজার ৫১৮ জন শিক্ষার্থী। এতে উপস্থিতির হার ছিল ৯৪ দশমিক ৬৩ শতাংশ। এর মধ্যে ৫ জন পরীক্ষার্থীর ওএমআর শিট বাতিল হয়েছে। ফলে ৬৩ হাজার ৫১৩ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হয়েছে।

 

এর আগে গত ২০ অক্টোবর ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ইউনিভার্সিটি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31