গ্যালারিতে ৫০ শতাংশ দর্শক নিয়ে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২১

গ্যালারিতে ৫০ শতাংশ দর্শক নিয়ে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু

 

 

খেলাধুলা ডেস্কঃ প্রায় দুই বছর পর আজ গ্যালারিতে ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রাণ ফিরে পাচ্ছে শেরেবাংলা স্টেডিয়াম। দর্শক ফেরার এমন দিনে সত্যিকার অর্থেই যেন শুরু হচ্ছে টাইগারদের ‘নবযাত্রা’।

 

 

বিশ্বকাপের ব্যর্থতা চাপা দিতে নতুন উদ্যমে টি২০ শুরুর স্বপ্ন দেখা রূঢ় বাস্তবতা। তবে শুরুটা ভালো হয়ে গেলে এ দলই হয়ে উঠতে পারে ভয়ংকর। সে জন্য আজ একটি ভালো শুরু চাই বাংলাদেশের। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছিলেন, টুর্নামেন্ট বা সিরিজে ভালো খেলতে শুরুটা ভালো করতে হয় বাংলাদেশকে। সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে যেটা হয়নি স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায়; যেটা টুর্নামেন্টে মাহমুদউল্লাহদের দিয়েছে কঠিন সময়। এবার সিরিজ শুরুর আগেই ভালো শুরুর প্রয়োজনীয়তা তুলে ধরলেন অধিনায়ক, ‘আমি বিশ্বাস করি, আমাদের বাংলাদেশ দলের একটা ভালো শুরু সব সময় খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে ভালো শুরু করব ইনশাআল্লাহ। কারণ, এই ফ্লো দলের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

 

 

 

মিরপুরে খেলা হলে প্রত্যাশা বেশি থাকে। বিশ্বকাপের আগে এই ভেন্যুতেই অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছেন মাহমুদউল্লাহরা। ২০১৫ সালে এই মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে ২০ ওভারের ম্যাচে হারায়। যে আত্মবিশ্বাস ২০১৬ সালের এশিয়া কাপেও ছিল। পাকিস্তানের বিপক্ষে ১২ ম্যাচ খেলে যে দুটি টি২০ জিতেছে বাংলাদেশ, তা মিরপুরে। বাবর আজমদের বিপক্ষে আজ তৃতীয় জয়ের খোঁজে নামবে টাইগার বাহিনী। অধিনায়ক যদিও চ্যালেঞ্জ দেখছেন, ‘আমরা ইতিবাচকভাবে চিন্তা করছি সবকিছু। তারপরও আমি বলব, অবশ্যই সিরিজটা চ্যালেঞ্জিং হবে। পাকিস্তান এ মুহূর্তে অন্যতম সেরা একটি দল। আর আমাদের অনেক নতুন খেলোয়াড় সুযোগ পেয়েছে। সেদিক থেকে আমাদের জন্য খুব কঠিন একটা সিরিজ। তবে তিন বিভাগে ভালো ক্রিকেট খেলতে পারলে, ভুল কম করলে সুযোগ থাকবে।’

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31