“জল আর জীবনের গান” বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯

“জল আর জীবনের গান” বইয়ের মোড়ক উন্মোচন

‘জল আর জীবনের গান’ বইটির মোড়ক উন্মোচন হয়েছে। কবি মেরিনা সঈদের লেখা এই কবিতার বই । অমর একুশে বই মেলা প্রাঙ্গনে মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ সুপ্রিমকোটের বিচারপতি এস এম মুজিবুর রহমান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সচিব লেখক মাসুদ আহম্মেদ, লে: কমান্ডার (অব:) এম ডি এফ হাসান, লেখক ড: গোলাম মোস্তফা, কবি সোহেল রশিদ, মেহেদি হাসান আলাল, কবি শামিম আহম্মেদ, নন্দিতা প্রকাশ এর বি ভি রঞ্জন সহ আরো অনেকে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকগন কবি মেরিনা সঈদের ‘জল আর জীবনের গান’ গ্রন্থের প্রেম, প্রকৃতিচিন্তা, রাজনৈতিক সচেতনতা এবং স্বদেশ প্রেম মূলক কবিতার কথা উল্লেখ করেন। গ্রন্থটি সমকালিন বাংলা কবিতার নবদিগন্তের উন্মোচন ঘটাবে ।

বর্তমান সময়ের উল্যেখ যোগ্য কবি মেরিনা সঈদ-এর জন্ম ঢাকায়, নিজ বাড়ীতে । আদি নিবাস নড়াইল জেলায়। তাঁর পিতা প্রখ্যাত সাহিত্যিক বাঙ্গাল আবু সঈদ। তাঁর পূর্বসূরিগণ সাহিত্য-সংস্কৃতির সঙ্গে জরিত। কবি মেরিনা সঈদ শান্তামারিয়াম ইউনিভার্সিটি থেকে বিবিএ, এমবিএ করার পর অনলাইন গণমাধ্যম রেডটাইমসে কাজ করেছেন। প্রয়োজনে এবং শখে বহুবার তিনি ভারত, মালয়েশিয়া, নেপাল, চায়না এবং থাইল্যান্ড সফর করেন। অরাজনৈতিক সংগঠন ‘কবি বাঙ্গাল আবু সঈদ স্মৃতিপরিষদ’-এর তিনি সাধারন সম্পাদক। এছাড়াও একাধিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তিনি জরিত। তাঁর প্রকাশিত কাব্যের সংখ্যা ৭টি সেগুলো হচ্ছে, চেতনার সুরধ্বনি, অবচেতন মন, ভালবাসার ভালবাসায়, প্রিয় মুখ, প্রিয় হাসি, কাব্যগ্রন্থ, হৃদয়ে তোমার আবাস।