জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মৌলভীবাজারের কৃতিত্ব

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মৌলভীবাজারের কৃতিত্ব
স’লিপকঃ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমির ব্যবস্থাপনায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার বর্ণিল আয়োজন শেষ হলো ৩০ জানুয়ারী সোমবার।
কোভিড-১৯ এর ভয়াল থাবায় ২০২০ ও ২০২১ এর কর্মসূচি এতদিন থমকে ছিল। অনেকদিন পর এবার তাই আনন্দে মেতে উঠেছিল দীর্ঘ ট্রমা পেরুনো শিশুরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির পাশে বসেছিল মৌলভীবাজারের মেধাবী শিশু মৃন্ময়ী ভট্টাচার্য।
তার পরিশীলিত বক্তব্য মুগ্ধ হয়ে শুনেছেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, সম্মানিত সচিব, ওসমানী মিলনায়তন ভর্তি দর্শকসহ দেশবাসী।
মৌলভীবাজারের মেয়ে বিন্তী অংশ নিয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানে। পরে বিজয়ী শিশুদের মেট্রোরেলে ভ্রমণ করানোর মাধ্যমে শেষ হয়েছে এই আয়োজন।
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মৌলভীবাজারের কৃতিত্বে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও শিশু উন্নয়ন গবেষক জসিম উদ্দীন মাসুদ সকল পদকপ্রাপ্ত মেধাবী শিশু, তাদের অভিভাবক, শিক্ষক, বিচারক এবং প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31