জ্বালানি তেলের উত্তাপ সবজির বাজারে

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২২

জ্বালানি তেলের উত্তাপ সবজির বাজারে

ডিজেলের দাম সাড়ে ৪২ শতাংশ বৃদ্ধির আঁচ লেগেছে বাজারে।

 

বেড়েছে চাল-ডাল-তেল-সবজি-মাছ-মাংসের দাম। পণ্যগুলোর পরিবহন ব্যয় কেজিপ্রতিতে গড়ে সর্বোচ্চ এক টাকা ৭০ পয়সা বাড়লেও রাজধানীতে এসব পণ্যের দাম বেড়েছে ৫০ টাকা পর্যন্ত।

 

 

 

 

টিসিবি’র তথ্যও বলছে, জ্বালানির উত্তাপে, এক দিনেই দাম বেড়েছে ১০ পণ্যের। তবে, ক্রেতারা বলছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে অস্বাভাবিক দাম বৃদ্ধি, সরকারের হঠকারী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই না।

 

 

 

 

রাজধানীর বাজারগুলো ঘুরে জানা গেছে, গেলো দুই দিনে কাঁচা মরিচ, বেগুন, ঝিঙে, পটল, কাঁকরোল, বরবটি, ঢেঁড়শ, করলা আর শসা, গাঁজরের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা পর্যন্ত।

 

 

 

 

শুধু সবজিই নয়, দাম বেড়েছে কৈ, শিং, মাগুর, টেংরা থেকে শুরু করে রুই, কাতোল ও ইলিশের। অধিকাংশ মাছের দাম কেজিতে ৫০ টাকা বাড়লেও ইলিশের দাম বেড়েছে ২০০ টাকা পর্যন্ত।

 

 

 

 

ক্রেতারা জানান, সবজি আর মাছের মতো চালের দামও বেড়েছে কেজিতে পাঁচ টাকা পর্যন্ত। ৬৫ টাকা কেজির মিনিকেট ৭০ এবং ৮৪ টাকার নাজিরশাইল বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজিতে

 

 

 

তবে হিসেব বলছে, লিটারে ৩৪ টাকা বেড়ে ৮০ টাকার ডিজেল হয়েছে ১১৪ টাকা। অর্থাৎ, দাম বেড়েছে ৪২.৫০ শতাংশ। ফলে, পণ্যবাহী ট্রাকের ভাড়াও এরই মধ্যে বেড়েছে, ৫০ শতাংশের মতো। তারপরেও, সবজি-মাছসহ অধিকাংশ পণ্য আগে ঢাকায় আনতে খরচ হতো সর্বোচ্চ তিন টাকা ৩৩ পয়সার; সে পণ্য ঢাকায় পৌঁছাতে খরচ বেড়েছে কেজিতে এক টাকা ৭০ পয়সা।

 

 

 

কিন্তু বাজারে দেখা যায়, এক টাকা ৭০ পয়সা বাড়তি খরচের পণ্যই, বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫০ টাকা বেশি দামে!

 

 

 

 

তবে, ডিজেলের দাম বৃদ্ধিতে মাছ, মাংস, সবজি, দুধ, ডিমের সাথে ভোক্তার প্রতি কিলোমিটার দূরত্বে খরচও বেড়েছে ৩৫ পয়সা। সব মিলিয়ে নিম্ন আর মধ্যবৃত্তের এখন পাগলপ্রায় অবস্থা।

 

 

 

 

 

তারা বলছেন, ক্ষণে ক্ষণে চাল-ডাল-তেল-নুন-সবজি থেকে শুরু করে জ্বালানি তেল-গ্যাস আর বিদ্যুতে দাম বাড়লেও, বছরের পর বছর বেতন আটকে আছে একই অঙ্কে।

 

 

 

 

টিসিবির তথ্য বলছে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এক দিনের ব্যবধানে দাম বেড়েছে, চাল, আটা, ময়দা, তেল, শুকনা মরিচসহ ১০ পণ্যের।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31