ডিমলায় সরকারী বিভিন্ন দফতর প্রধানের ১৬৫টি সিলমোহরসহ আটক দুই 

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২২

ডিমলায় সরকারী বিভিন্ন দফতর প্রধানের ১৬৫টি সিলমোহরসহ আটক দুই 
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় সরকারী বিভিন্ন দফতর প্রধানের ১৬৫টি সিলমোহরসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাদের আটক করা হয়। অাটককৃতরা হলেন, ডিমলা সদর ইউনিয়নের সরদারহাট এলাকার কছির উদ্দিনের ছেলে মাজেদুল ইসলাম(৫২) ও উত্তর তিতপাড়া গ্রামের নছিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ভুট্টু(৫০)।
পুলিশ জানায়, সরদারহাট এলাকায় মাজেদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১৬৫টি সিলমোহর ও জাল দলিল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে তিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে আটক করা হয়।
এ ঘটনায় ডিমলা থানার উপ পরিদর্শক
(এসআই) জাহিদ হাসান বাদী হয়ে দু’জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার(ভুমি)সহ ক্যাডার অফিসার, প্রথম শ্রেণির বিভিন্ন দফতর প্রধানের সিলমোহর পাওয়া যায়। এসব সিলমোহর তারা প্রতারণার কাছে ব্যবহার করতো। বিকেলে আদালতের মাধ্যমে অাসামীদের কারাগারে পাঠানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31