তৌফিকা করিমের নেতৃত্বে কুমিল্লা ও রংপুরে শীতার্তদের কম্বল বিতরণ

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

তৌফিকা করিমের নেতৃত্বে কুমিল্লা ও রংপুরে শীতার্তদের কম্বল বিতরণ

সুপ্রীম কোর্টের আইনজীবী তৌফিকা করিমের নেতৃত্বে কুমিল্লা ও রংপুরে শীতার্তদের কম্বল বিতরণ করে এলএএইচপি – আবহাওয়া পূর্বাভাস বলছে, তাপমাত্রা কমতে থাকার ধারাবাহিকতায় এ মাসের (ডিসেম্বর, ২০২০) শেষে উত্তরাঞ্চলসহ কয়েকটি অঞ্চলে ১ থেকে ২টি মৃদু শৈত্যপ্রবাহ ও জানুয়ারিতে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। জানুয়ারিতে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস নেমে তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। বিত্তবানদের এতে খুব একটা অসুবিধে না হলেও হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন তথা দেশের বিশাল প্রান্তিক জনগোষ্ঠী শৈত্যপ্রবাহের তীব্র শীতে ভীষণ দুঃর্দশাগ্রস্থ সময় কাটান। দেশের বিশাল প্রান্তিক জনগোষ্ঠীর দুঃর্দশাগ্রস্থ এই গুরুত্বপূর্ণ অংশকে শীতের প্রকোপ থেকে স্বাচ্ছন্দ্যে রাখার লক্ষ্যমাত্রা নিয়ে এলএএইচপি’র নিয়মিত কর্মসূচী তথা ‘বিনা মূল্যে আইন সহায়তা প্রদান কার্যক্রম” পরিচালনার পাশাপাশি ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচী- ২০২০” পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন ধাপে দেশের বেশ ক’টি অঞ্ছলে শীতার্তদের মাঝে কম্বল, চাদর ইত্যাদি বিতরণ করা হবে। উক্ত কর্মসূচীর উদ্বোধনী অংশ হিসেবে সংস্থার চেয়ারম্যান এবং উক্ত কর্মসূচীর প্রধান উদ্যোক্তা তৌফিকা করিম, এডভোকেট-এর সার্বিক তত্ত্বাবধানে ২৩ ডিসেম্বর কুমিল্লায় ও ২৪ ডিসেম্বর রংপুর জেলায় শীতকালীন কম্বল বিতরণ করেন সংস্থার প্রতিনিধিবৃন্দ। এলএইচপি মূলত অসহায় ও সুবিধাবঞ্চিত নাগরিককে বিনামূল্যে আইন সহায়তা প্রদানের উদ্দেশ্যে ২০০৯ সালে যাত্রা শুরু করলেও দেশের বিভিন্ন ক্রাইসিসে আইন সহায়তা প্রদান ছাড়াও সময়োপযোগী বহুমূখী মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে। অনেক ক্ষেত্রেই এই কার্যক্রমগুলো সংস্থার চেয়ারম্যান তৌফিকা করিম, এডভোকেট ম্যাডামের ব্যক্তিগত উদ্যোগ ও প্রত্যেক্ষ বা পরোক্ষ তদারকিতে পরিচালিত হয় বলে এই কার্যক্রমগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ থাকে কম। কারণ ব্যক্তিজীবন ও পেশাজীবনে তৌফিকা করিম, এডভোকেট ম্যাডাম যেমন কঠোর পরিশ্রমী তেমনই স্বচ্ছ ইমেজের অধিকারী একজন ব্যক্তিত্ব। ওনার টিমের সদস্যরাও ওনার আদর্শ এবং সততার ধারক ও বাহক। মোটকথা, এলএএইচপি’র এই মানবিক কার্যক্রমগুলো কেবল লোক-দেখানো কিংবা ফটোসেশনের মহোৎসব নয়। বিশাল জনগোষ্ঠীর মধ্যে এলএএইচপি হয়তো একটা ছোট্ট অংশকে সহায়তা প্রদান করছে। কিন্তু এটাই শেষ নয়। এলএএইচপি বিশ্বাস করে, “ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। ” উল্লেখ্য যে, লিগ্যাল এসিসটেন্স টু হেল্পলেস প্রিজনার্স এন্ড পার্সনস (এলএএইচপি) এনজিও বিষয়ক ব্যুরো নিবন্ধিত একটি মানব কল্যাণ ও সেবামূলক সংস্থা, যার নিবন্ধন নং-২৫৪৪। সরকারের পাশাপাশি বিনামূল্যে আইনী সেবাকে দেশব্যাপী বিস্তৃত করার স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এলএএইচপি’কে ‘সেরা দেশীয় বেসরকারী সংস্থা-২০১৯’ মনোনয়ন প্রদান করে। ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস, ২০১৯ইং উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ‘সেরা দেশীয় বেসরকারী সংস্থা’র সম্মাননা গ্রহণ করেন এলএএইচপির চেয়ারম্যান এডভোকেট তৌফিকা করিম, যিনি জাতীয় মানবাধিকার কমিশনের অন্যতম কার্যকরী সদস্য। এলএএইচপির চেয়ারম্যান এডভোকেট তৌফিকা করিমের তুখোড় নেতৃত্বে এলএএইচপি ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সহস্রাধিক বিনা বিচারে আটক অসহায় কারাবন্দিকে কারামুক্ত করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31