দেশে বেড়েছে করোনায় মৃত্যু

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

দেশে বেড়েছে করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৯২ জনে।

এছাড়া নতুন করে এক হাজার ৬৮৩ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে চার লাখ ২১ হাজার ৯২১ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার পাঁচটি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৪ লাখ ৫৬ হাজার ৬৪৪টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৯৯ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ দশমিক ১৭ শতাংশ।

নতুন যে ২৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ এবং নারী ৮ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৬৮৮ জন বা ৭৬ দশমিক ৯৫ শতাংশ এবং নারী এক হাজার ৪০৪ জন বা ২৩ দশমিক শূণ্য ৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।

এদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন আরো এক হাজার ৬২৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৩৯ হাজার ৭৬৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৫৩ শতাংশ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31