নববর্ষে আনন্দ হর্ষে করি বৈশাখী উৎসব পালন

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৪

নববর্ষে আনন্দ হর্ষে করি বৈশাখী উৎসব পালন
শাহানা জেসমিন

 

বৈশাখী উৎসবে যাদের গাত্র দাহ হয়
ব্রিগেড ৭১ মনে করে
তারা কোন সভ্য জাতি নয়।

 

বৈশাখী উৎসব বাঙালির সংস্কৃতি
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
সকলের মাঝে চলে মেলবন্ধনের সম্প্রীতি।
একে পালন করা নৈতিক দায়িত্ব ও কর্তব্য মনে করি।

 

যারা সংস্কৃতির সাথে ধর্ম মিশিয়ে
অপকর্ম করতে চাও
তাদের বলি, মরু সাহারায় অথবা
গহীন কোন জঙ্গলে চলে যাও।

 

ধর্মে আছে সৃষ্টিকর্তার জয়গান
আছে জীবন পরিচালনার বিধান

আর সংস্কৃতিতে আছে
দেশের নিজস্ব ঐতিহ্যের উপাদান
একে রক্ষা করার অধিকার সবার সমান।

 

ধর্ম ও সংস্কৃতি এক কথা নয়
ধর্ম ব্যবসা লাটে উঠায় বলে
ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ীরা
সাংস্কৃতিক কর্মীদের পায় ভয়।

 

সাংস্কৃতিক কর্মীদের গায়ে বোমা মেরে
মেরে ফেলার চেষ্টা করে
বৈশাখী কৃষ্টি কে অবমাননা করে
কট্টর মৌলবাদীরা বাহাবা লয়।

 

প্রকৃত দেশপ্রেমিক দের কাছে
সন্ত্রাসী মৌলবাদের উত্থান
তাই কখনো কাম্য নয়।

 

সংস্কৃতি ধরে রাখে ইতিহাস ঐতিহ্য
যারা সংস্কৃতি মানে না
তারা বাঙালির দুশমন, বর্বর, অসভ্য।

 

এসো আমরা সবাই
সারা বছরের আবর্জনা ধুয়ে
নববর্ষে আনন্দ হর্ষে
সকলের মঙ্গল কামনায়
বৈশাখে প্রদীপ দীপ্ত শিখা জ্বালাই।