নারীপ্রবর্তকদের উদযাপন করেছে এশিয়া ও হারস্টোরিজ ফাউন্ডেশন

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০

নারীপ্রবর্তকদের উদযাপন করেছে এশিয়া  ও হারস্টোরিজ ফাউন্ডেশন

দি এশিয়াফাউন্ডেশন ও হারস্টোরিজ ফাউন্ডেশন নতুন শিশুদের ই-বুকসিরিজের মাধ্যমে বাংলাদেশের নারীপ্রবর্তকদের উদযাপন করেছে

দি এশিয়া ফাউন্ডেশন ও হারস্টোরিজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে “হারস্টোরিজএর: অ্যাডভেঞ্চারস অফ সুপারগার্লস” অবলম্বনে একটি ছোটগল্পের সচিত্র সিরিজ তৈরি করেছে।হারস্টোরিজ পূর্ববাংলা এবং বাংলাদেশের ৪২ জন নারীপ্রবর্তকের জীবনকাহিনী দিয়ে সাজিয়েছে এই সিরিজ, যাদের মধ্যে রয়েছেন শিক্ষক, লেখক, বিজ্ঞানীএবংপর্বতআরোহী যারা পুরাতন জরাজীর্ণ নিয়ম ভেঙ্গে নতুন নিয়ম তৈরি করেছেন।অন্যান্য আইকনিক সুপারগার্লসদের সাথে রয়েছেন ফটো সাংবাদিক সাইদা খানম ,মহিলা সামিটার নিশাত মজুমদার, এডভোকেট কল্পনা চাকমা এবং বিজ্ঞানী ডঃফেরদোসী কাদরী।

“বাংলাদেশের সমাজকে সংরক্ষণ এবং প্রভাবিত করা নারীদের উপর তৈরি করা এই বইগুলো অসম্ভব সুন্দর, বলেন দি এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, কাজী ফয়সাল বিন সেরাজ, তিনি আরও বলেন, “আমরা হার স্টোরিজ ফাউন্ডেশনের সাথে যৌথউদ্যোগে এই বইগুলির সিরিজটি তৈরিকরতে এবং লেটস রিডের উদ্যোগে বাংলাদেশের কয়েক হাজার ছেলেমেয়েদের কাছে নিয়ে আসতে পেরে অত্যন্ত আনন্দিত।এই গল্পগুলি বিভিন্ন প্রজন্মের শিশুদেরকে অনুপ্রাণিত করবে”

হারস্টোরিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জেরিন মাহমুদ হোসেন বলেন “অনুকরনীয় নারীব্যক্তিত্বদের সবার সামনে তুলে ধরাই আমাদের মূলউদ্দেশ্য, তাই এইউদ্যোগটি আমাদের কাজকে এখনকার বাস্তবতায় সময়োপযোগী করেছে।” তিনি আরো বলেন “এইসবগল্পগুলিকে ডিজিটাল প্লাটফর্মে নিয়ে সবার জন্য উন্মুক্ত করায় আমরা একটি দৃষ্টান্ত তৈরি করেছি যা অন্যদের একই কাজ করতে অনুপ্রাণিত করবে”

এশিয়ার শিশুদের জন্য তৈরি বিনামূল্যে ডিজিটাল লাইব্রেরি, দি এশিয়া ফাউন্ডেশনের লেটস রিড প্লাটফর্মের জন্য দুই অংশে প্রকাশিত বারোটি গল্প পুনঃনকশার পরিকল্পনা করা হয়েছে।শিশুদের জন্য লেখা গল্পগুলি বাংলা এবং ইংরেজি উভয়ভাষাতেই পাওয়া যাবে।অনুপ্রেরণামূলক বাঙালি নারীদের জীবন নিয়ে তৈরী এইগল্পগুলি এশিয়ান বিভিন্ন দেশের শিশুদের পড়ার জন্য আরও ৩০টি ভাষায় অনুবাদ করা হবে ।

লেটস রিড- হার স্টোরিজ সিরিজটির উদ্বোধন এবং উদযাপন করতে, পুরো আগস্ট মাস জুড়ে অনলাইনে, লাইভএ আয়োজন করা হবে বইপড়া এবংচিত্রাংকন কর্মশালার একটি সিরিজ।৬ বছর বা তার বেশি বয়সী বাচ্চাদের জন্য, প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টায় হারস্টোরিজ সিরিজের চিত্রশিল্পীদের সাথে সরাসরি চিত্রাংকন কর্মশালাটি লাইভস্ট্রিমিং করবে।

প্রতিমঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার সন্ধ্যা ৬টায় লেটস রিড বাংলাদেশ এবং হারস্টোরিজ ফেসবুক পেজে পুতুলনাচ এর মাধ্যমে বইয়ের গল্পগুলি বর্ণনা করে সরাসরি হোস্ট করা হবে।লেটস রিড প্ল্যাটফর্মের সম্পূর্ণ সিরিজটি পড়তে এবং উপভোগ করতে https://letsreadasia.org এ লগইন করুন।

লেটসরিডঃ
লেটসরিড এমন একটি বিশ্ব তৈরি করতে চায় যেখানে কৌতূহলী এবং শিক্ষিত পাঠকরা সমৃদ্ধশালী সমাজ তৈরি করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31