নীল স্বপ্নের নীড়

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩

নীল স্বপ্নের নীড়

 

 

ইলা ইয়াছমিন

ভালো লাগার নীল স্বপ্ন
সে তো হৃদয় ছোঁয়া সাগর তীর,
মনের গভীরে লালন করি
সম্ভাবনার সুখের নীড়।

 

ইট পাথরের প্রাসাদ
সে তো অর্থ মোহে তৈরি
দেখো সুখ সেখানে মরিচিকা
থাকে আবহাওয়াটাও বৈরি।

 

মনের প্রেমে ঘরটি দেখো
তালপাতা দিয়ে ছাউনি
ভালবাসা দিয়ে লেপ্টে আছে
রুপেভরা এক তরুনী।

 

ঘাসে ঘাসে ভরা মেঠো পথে দেখি
এঁকে বেঁকে চলা দূর পথিক,
ক্লান্ত শরীরে পিপাসা মেটাতে
আসবে ছুটে ঘর যেদিক।

 

ডাকব তাকে মধুর সুরে
দৃষ্টি ফেলে অবিরত,
এসো পথিক মুগ্ধ হবে
পাখির গানে মুখরিত।

 

ঢেউ তোলা মৃদু পানির শব্দ,
মাতাল করা শো শো সুর–
নয়ন তোমার ফেলবে পলক
ক্লান্তি তোমার হবে দূর।

 

নীড়টি সাজানো জন্য তোমার
শূন্য পরে আছে–
শুধু অভাব ছিল পথিক এবার
পূর্ণ হয়ে গেছে।

 

অনুভবে লয়ে আছি বেচে
মনের মাধুরি মিশে আছো,
ঠিকই আছে স্বভাব তোমার
তবে একটু বদলে গেছো।