নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২০

নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক


দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

আজ এক শোকবার্তায় পরিবেশ মন্ত্রী বলেন, মরহুম নুরুল ইসলাম বাবুল ছিলেন দেশের স্বনামধন্য এক ব্যবসায়ী ও অনুকরণীয় শিল্পোৎদোক্তা। তিনি দেশে কর্মসংস্থান সৃষ্টিতে অসামান্য অবদান রেখে গেছেন। যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে তিনি হাজার হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন এবং শিল্প ও বানিজ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে তার মতো উদ্যোক্তার খুবই প্রয়োজন ছিল। এ সময় তার চলে যাওয়া দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

পরিবেশ মন্ত্রী মরহুম নুরুল ইসলাম বাবুলের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিক মরহুম নুরুল ইসলাম বাবুল করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) আজ সোমবার বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি…. .রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31