পঞ্চভূত

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০১৯

পঞ্চভূত

সৌমিত্র দেব

সে কথা অশ্রুতপূর্ব অভাবিত অশ্রুর কাহিনী
বাংলার পঞ্চভূত আগুন, বাতাস, জল, মাটি
তাদের মাথায় ছাতা ধরে থাকা উদার আকাশ ।
তারা ছিল পাঁচজন , এর মধ্যে প্রথমে ঘাতক
লাল করে দিয়েছিল আকাশের বুক,
বাকি চারজন ঠাই নিল কারাগারে ।
তারপর একদিন আকাশের লাল বুক কালো হতে দেখে
বাকি চারজনকেও হত্যা করা হলো ।
জলের উৎস ধারা বন্ধ করে মাটিকে পুড়িয়ে
বাতাসকে রুদ্ধ করে আগুন নিভিয়ে
ঘাতক নিশ্চিন্ত হলো পঞ্চভূত নিহত হয়েছে ।

যে কথা বিজ্ঞান জানে- ঘাতক জানে না
মৌলিক পদার্থ এই পঞ্চভূত কোন্ দিন নিশ্চিহ্ন হবে না ।

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31