প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় ও সরকারী কলেজ হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৬

প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় ও সরকারী কলেজ হবে : প্রধানমন্ত্রী

এসবিএন নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় গড়া হবে। সেই চিন্তা ও পদক্ষেপ বর্তমান সরকারের রয়েছে।’

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার বেলা ২টা ৪০ মিনিটে সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধনামন্ত্রী বলেন, ‘যুগোপযোগী শিক্ষার প্রতি বর্তমান সরকারের সুদৃষ্টি রয়েছে। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। তাদের মেধা বিকাশের সব চেষ্টা করছে সরকার।’

তিনি বলেন, ‘দেশের যেসব জেলায় সরকারী কলেজ ও বিদ্যালয় নেই, সেসব জেলায় একটি করে সরকারী কলেজ ও বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।’

বর্তমান সরকার শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে উলে­খ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একসময় সিলেটে শিক্ষার হার ছিল সবচেয়ে কম। সিলেটের শিক্ষাকে এগিয়ে নিতে এ অঞ্চল থেকেই শিক্ষামন্ত্রী করা হয়েছে। বর্তমানে সিলেট শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছে।’

অর্থমন্ত্রীর কথা উলে­খ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি শিক্ষার জন্য যথেষ্ট আন্তরিক। শিক্ষাখাতে তিনি অর্থছাড়ে কান প্রকার কার্পণ্য করেন না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে আমরা ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশকে নিরক্ষরমুক্ত করার টার্গেট নিয়েছিলাম। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে শিক্ষার হার কমিয়ে দেয়। বর্তমানে আমরা আবারও শিক্ষার হার এগিয়ে নিয়ে যাচ্ছি।’

ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31