বাংলাদেশ ভালো করছে দ্বিতীয় ম্যাচেও , বেহাল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

বাংলাদেশ ভালো করছে দ্বিতীয় ম্যাচেও , বেহাল  ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ ভালো করছে দ্বিতীয় ম্যাচেও । বেহাল দশা ওয়েস্ট ইন্ডিজের ।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছিলন মুস্তাফিজুর রহমান। সে ধারাবাহিকতা রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও। সুনিল আমব্রিসকে ফিরিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন কাটার মাস্টার।

আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ আট উইকেটে ৮৮ রান।

ম্যাচের পঞ্চম ওভারের শেষ বলে আমব্রিসকে ফেরান মুস্তাফিজ। এরপর এক ওভারে মিরাজ দুই উইকেট নেন।

ম্যাচের ১৪তম ওভারের প্রথম বলে ওটলিকে সাজঘরে ফেরান মিরাজ। একই ওভারের চতুর্থ বলে জশুয়া ডি সিলভাকে আউট করেন তিনি।

এরপর একটি ইউকেট নেন সাকিব আল হাসান। আন্দ্রে ম্যাককার্থিকে বোল্ড করেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর কাইল মেয়ার্স হন রানআউট।

এদিকে প্রথম ম্যাচ জিতে দারুণ সূচনা করে বাংলাদেশ। তাই সিরিজে ১-০তে এগিয়ে যায় লাল-সবুজের দল। দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৫ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এর আগে গত বুধবার প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল।

ম্যাচের বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আনেনি। প্রথম ম্যাচে ভালো বোলিং করতে না পারলেও রুবেল হোসেন পেয়েছেন আরেকটি সুযোগ। আর ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন একটি। চেমার হোল্ডারের জায়গায় আজ খেলছেন কিয়োরস ওটলি।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, এনক্রুমা বনার, কাইল মেয়ার্স, রভম্যান পাওয়েল, কেয়র্ন ওটলি, রেমন রিফার, আলজারি জোসেফ ও আকিল হোসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31