বাসে আগুন দেয়ার ঘটনা অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ ঃ বাংলাদেশ জাসদ

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

বাসে আগুন দেয়ার ঘটনা অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ ঃ বাংলাদেশ জাসদ

 

ঢাকায় আবার আগুনসন্ত্রাসের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক যুক্ত বিবৃতিতে বলেন যে,“রাজধানীতে একইদিনে নয়টিবাসেআগুন দেয়া অসুস্থ রাজনৈতিক মানসিকতার বহিঃপ্রকাশ।”
নেতৃদ্বয় উল্লেখ করেন যে,“কারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করা জরুরী”। প্রশাসনকে একেবারে নিরপেক্ষ ভূমিকা নেয়ার তাগাদা দিয়ে তারা বলেন,“কোনভাবেই এ বিষয়টাকে যেন হালকাভাবে দেখা না হয়।”
নেতৃবৃন্দ আরও বলেন,“সংকটে নিপতিত আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো সংকটাপন্নকরেফায়দালোটারজন্য কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীরইন্ধনে এ কাজহয়েছেবলেজনমনেধারণা সৃষ্টিহয়েছে।আগুনসন্ত্রাসেজড়িতহয়েবিএনপি-জামায়াতবর্তমানে দেউলিয়াত্বেরপর্য়ায়েচলে গেছে”। সেখান থেকে সকলেরশিক্ষা নেয়াউচিৎবলেউল্লেখকরে নেতৃদ্বয়বলেন,“গণতন্ত্রেরপথকেবাধাগ্রস্তকরে কেউ লাভবানহবেনা।”
আগুনসন্ত্রাসকেমানবতাবিরোধীকাজেরসমতুল্য উল্লেখকরেবাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ এরগূঢ়রহস্য অবিলম্বে দেশবাসীরসামনেপ্রকাশের দাবী জানিয়েছেনএবংঅপরাধীদের দৃষ্টান্তমূলকশাস্তি দাবী করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930