বিএনপি শুরু থেকে লিপসার্ভিস দিয়ে যাচ্ছে ঃ ওবায়দুল কাদের

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২১

বিএনপি শুরু থেকে লিপসার্ভিস দিয়ে যাচ্ছে ঃ ওবায়দুল কাদের

বিএনপি শুরু থেকে লিপসার্ভিস দিয়ে যাচ্ছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । তিনি বলেন, বিএনপি নেতারা নিজেদের আইসোলেশনে রেখেছেন । অন্যদিকে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ সংকটের শুরু থেকে জনগণের পাশে আছে।’ করোনার সংকটকালে জনগণকে বাঁচানোর জন্য বিএনপিসহ সবাইকে দল-মত নির্বিশেষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সোমবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ আহ্বান জানান।

‘সংকটকালে সাহস যোগানোর পরিবর্তে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা করছে’ উল্লেখ করে তা বন্ধ করার পরামর্শ দেন ওবায়দুল কাদের। ‘ভাইরাস দল-মত চেনে না’ উল্লেখ করে ওবায়দুল কাদের বিষোদগার আর সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

‘সরকার একলা চলো নীতিতে বিশ্বাসী’—বিএনপিনেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সংকটের শুরু থেকেই শেখ হাসিনা দল-মত নির্বিশেষে সবার সহযোগিতার আহ্বান জানিয়েছেন বার বার।’

এ ছাড়া ওবায়দুল কাদের বলেন, ‘বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন।’

‘বিএনপি শুরু থেকে নিজেদের আইসোলেশনে রেখে লিপসার্ভিস দিয়ে যাচ্ছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ সংকটের শুরু থেকে জনগণের পাশে আছে।’

মুখের কথায় রাজনীতিতে চিড়া ভিজে না, বিএনপি জনরোষের ভয়ে বাধ্য হয়েই এখন একলা চলো নীতিতে রয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সংক্রমণের উচ্চমাত্রার সঙ্গে তাল মিলিয়ে বিএনপির অপপ্রচারও উচ্চমাত্রায় চড়ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অসহায় মানুষের জন্য তাদের মায়াকান্না বক্তৃতা বিবৃতিতেই সীমাবদ্ধ। বিএনপি একবার বলে কঠোর লকডাউন, আবার বলে লকডাউনে মানুষ হয়রানির শিকার হয়। এখন আবার বলছে কারফিউ সমাধান নয়।’

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে জানতে চান, ‘সরকার কি বলছে কারফিউতে সমাধান?’

‘বিএনপির ঘ্রাণ শক্তিই আসলে দুর্নীতিগ্রস্ত’ এমনটা বলে ওবায়দুল কাদের জানান, যাদের যে কাজে আগ্রহ তাদের নজর সেদিকে থাকাই স্বাভাবিক।

‘শেখ হাসিনার সরকার জনকল্যাণে কাজ করছে। কোথাও অনিয়ম দেখলে কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছে’ দাবি করে সেতুমন্ত্রী বলেন, জনগণকে বাঁচানোই হচ্ছে এখন রাজনীতি।

ওবায়দুল কাদের বলেন, ‘মানুষ না বাঁচলে কাদের জন্য রাজনীতি করব? অথচ বিএনপি নেতারা মানুষ বাঁচানোর পরিবর্তে সরকারের সমালোচনা আর দুর্নীতির গন্ধ খোঁজাকেই এ সংকটকালে রাজনীতি হিসেবে চর্চা করে যাচ্ছে।’

‘করোনার এই মহামারিতে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেসব দেশে সংক্রমণ ভয়ানক রূপ নিয়েছে, সেখানেও বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ করা হচ্ছে এবং বিশেষজ্ঞেরা কোনো দলের নয়, অথচ বিএনপি চায় তাদের নিয়ে কমিটি হোক’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে বলেন, পৃথিবীর কোথাও দলীয় কমিটির রেওয়াজ নেই।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930