বিশ্ব কবিমঞ্চ সিলেট শাখার অনুষ্ঠানে ভারতের বিশিষ্ট কবি কাজল চক্রবর্তী

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৩

বিশ্ব কবিমঞ্চ সিলেট শাখার অনুষ্ঠানে ভারতের বিশিষ্ট কবি কাজল চক্রবর্তী

সিলেট প্রতিনিধি 

গতকাল বিশ্ব কবিমঞ্চ সিলেট জেলা শাখার উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী কবি,নাট্যকার মুজিবুল হক মনির সংবর্ধনা, কবিতা পাঠ, আলোচনা সভা ও কবি অসীম চন্দ্র পাল এর ‘আবার যেন হেমন্ত আসে’ কবিতার বই মোড়ক উন্মোচন করা হয়। বিশ্ব কবিমঞ্চ সিলেট জেলা শাখার সভাপতি কবি শামসুন নূর মানবের সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের বিশিষ্ট কবি কাজল চক্রবর্তী। আমন্ত্রণিত অতিথি ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের কবি অলোক বিশ্বাস।
মুখ্য আলোচক ছিলেন বিশ্ব কবিমঞ্চের কেন্দ্রীয় কমিটির আহবায়ক কবি পুলক কান্তি ধর। অতিথি হিসেবে আলোচনা করেন সিলেট সিটি কর্পোরেশন এর কাউন্সিলর কবি নাজনীন আক্তার কণা, প্রবাসী লেখক আমিনুল হক জিলু কবি পুলিন রায়। কবিতা পাঠ কবি সুমন বনিক,আব্দুল মালিক, কবি কৃষ্ণা ভট্টাচার্য, শ্রাবন্তী দাস বীথি,হরিপদ চন্দ
ধ্রুব গৌতম,সুরাইয়া জামান,সুব্রত চক্রবর্তী, অমিতা বর্ধন, ফকির মাহমুদ ও ফকির মাহমুদা।জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন কবি রাহানামা সাব্বীর চৌধুরী, সম্বর্ধিত অতিথি জীবনী পাঠ করেন কবি কৃষ্ণা ভট্টাচার্য। সম্বর্ধিত অতিথি কবি মুজিবুল হক মনি ও আবার যেন হেমন্ত আসে গ্রন্হের লেখক কবি অসীম চন্দ্র পাল অনুভূতি প্রকাশ করেন।
সঞ্চালনা করেন চন্দ্র শেখর দেব, কামাল আহমদ ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31