মায়াবতী

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৮

মায়াবতী

মাশরুরা লাকী

মেঘদূত মায়াবতী রূপের বিভার খবর ছড়ায়
পর্ণকুটিরেও চোখে স্বপ্নের জাল বুনে দু’হাত বাড়ায়;
মেঘেরা আড়ালে লুকিয়ে রাখে সূর্যের হাসি
পরিযায়ী পাখিরা বাঁচার তাগিদে হয় পরবাসি।

মাঘের শীতে হিমবুড়ি দেয় কুয়াশার বিষণ্ন চাদরমুড়ি
ভেসে আসে বালিকাবধূর কান্না যেন তার খোয়া গেছে স্বপ্নঘুড়ি।
মুখর কপোত সারাক্ষণ মেতে থাকে প্রেম নিবেদনে
ফুল-পাখি-প্রজাপতি মেতে থাকে সৌরভে-পুষ্পালিঙ্গনে।

শিশিরসিক্ত সবুজ-নরম-মখমল ঘাস
দু’পায়ে মাড়িয়ে যেতে আভিজাত্য ফেলে দীর্ঘশ্বাস।
একদল বুনোহাঁস সকালের রৌদ্রস্নানে মুখরিত যায় সরোবর পানে;
অশোকবীথির ফাঁকে কূলবধূর সৌন্দর্য হাঁটে পাখিদের গানে।

বসন্ত বাতাসে একা ঋতুকামিনী আনন্দমতী
ফুলের সৌরভে বর্ণিল মায়াবী থাকে পুষ্পবতী,
ব্রজকিশোরী নন্দনবনে ছুটে যায় শ্রীকৃষ্ণ সন্ধানে
বৃক্ষরাজি আহ্লাদিত পুষ্পেরা পুলকে নাচে কুঞ্জবনে।