মৃত্যুর মতো তীক্ষ্ণ ঘ্রাণ

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২

মৃত্যুর মতো তীক্ষ্ণ ঘ্রাণ

মৃত্যুর মতো তীক্ষ্ণ ঘ্রাণ

ফারহানা রহমান

এইসব প্রখর দিনে
তৃষ্ণার্ত পথিকের দল
সূর্যের দিকে হেঁটে যায়…
.
শ্যাম্পেইনের ছিপিতে আটকে থাকা ফেনার মতো
তাদের মস্তিষ্কে খেলা করে শত শত কঙ্কাল;
.
এই বৃদ্ধ নগরী এক বিষাদিত কয়েদখানা
এখানে উৎসব থমকে গেছে লক্ষীপেঁচার চোখে
ভিখারিরা মুখথুবড়ে পড়ে থাকে শুঁড়িখানায়!
.
এই আলো, উন্মুক্ত উত্তাপ
উচ্চাশার মতো ক্লান্তিকর!
ভোরের চাদর যতটা সর্বগ্রাসী ঠিক ততটাই
.
অথচ আমি তো তোমাদের কাছে কিছুই চাইনি…
.
শুধু জানতে চেয়েছিলাম
প্রিয়তমা রমণীর মতো
কী করে তৈরী হয়
মৃত্যুর মোহময় তীক্ষ্ণ ঘ্রাণ!

 

ছবি : nazia andalib Preema