মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে সাংবাদিকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে সাংবাদিকের লাশ উদ্ধার

 

 

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চল থেকে এক ক্রাইম রিপোর্টারের লাশ উদ্ধার করা হয়েছে। দেশটিতে এটি সন্দেহজনক হত্যার সর্বশেষ ঘটনা। এদিকে মেক্সিকোর সাংবাদিকদের জন্য চলতি বছর ইতোমধ্যে ভয়াবহ বছরগুলোর অন্যতম বছরে পরিণত হয়েছে। খবর এএফপি’র।

 

জুয়ান আর্জন লোপেজের লাশ যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোনোরা রাজ্যের স্যান লুইস রিও কলোরাডো থেকে এই সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়। আর্জন একজন স্বতন্ত্র সাংবাদিক ছিলেন। তিনি ফেসবুকে একটি নিউজ পেজ চালাতেন।

 

সোনোরা এটর্নি জেনারেলের দপ্তর সূত্র এএফপি’কে জানায়, ৭২ বছর বয়সী লোপেজের আঙ্গুলের ছাপ থেকে তার পরিচয় জানা গেছে। তিনি ৯ আগস্ট নিখোঁজ হয়েছিলেন।

 

এটর্নি জেনারেলের দপ্তরের দেওয়া এক বিবৃতি বলা হয়, বড় ধরনের মানসিক আঘাতজনিত (ট্রমা) কারণে তার মৃত্যু হয় বলে ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায়।
মিডিয়া রাইটস গ্রুপ রিপোর্টার্স উইদাউট বডার্স (আরএসএফ) জানায়, আর্জন সাংবাদিকতার পাশাপাশি স্থানীয় একটি রেস্তোরাঁয় কাজ করতেন।

 

মাদকসহ চোরাই মালামাল উদ্ধারের ব্যাপারে ‘আপনি কি ভীত’ শিরোনামে তার ফেসবুক পেজে সর্বশেষ নিউজ রিপোর্ট দেওয়া হয়।

 

মিডিয়া রাইটস গ্রুপের পরিসংখ্যান অনুযায়ী, মেক্সিকোতে চলতি বছরের এ পর্যন্ত কমপক্ষে ১৩ সাংবাদিককে হত্যা করা হয়েছে। সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে মেক্সিকো অন্যতম।

২০০০ সাল থেকে ল্যাটিন আমেরিকার এ দেশে ১৫০ জনেরও বেশি সাংবাদিক নিহত হন।বাসস

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031