মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় বিজয়ী কল্যাণ সমিতি মৌলভীবাজার

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩

মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় বিজয়ী কল্যাণ সমিতি মৌলভীবাজার

কপিল দেব:

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ এমন স্লোগানে মৌলভীবাজারে মেয়র কাপ ফুটবল মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৬ জুন বিকেলে পৌরসভার উদ্যোগে ঐতিহ্যবাহী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

আজকের মেগা ফাইনাল খেলায় বিজয়ী খেলোয়ার কল্যাণ সমিতি মৌলভীবাজার ৪- ২ গোলে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র গোলাপগঞ্জ,সিলেটকে পরাজিত করে।

মেগা ফাইনাল শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে মৌলভীবাজার পৌরসভার পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক,ড.উর্মি বিনতে সালাম।

মেগা ফাইনাল শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মাহী উদ্দিন আহমেদ সেলিম, সদস্য কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

মৌলভীবাজার পৌরসভার আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম।

 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলবৃন্দ সহ বিভিন্ন পেশার লোকজন।


উল্লেখ্য, গত ৩ জুন শনিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন মৌলভীবাজার রাজনগর -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ এমপি। টুর্ণামেন্ট খেলায় বিভিন্ন জেলা থেকে ১৬ টি দল অংশগ্রহণ করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031