মৌলভীবাজারে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩

মৌলভীবাজারে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:

বিকল্প খাদ্য ফসল উৎপাদন ও বিপণনের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ও পুষ্টিকর ফসল চাষে তামাক চাষিদের উৎসাহিত করতে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গ্রো ফুড, নট টোব্যাকো’।
তামাক উৎপাদনে কোম্পানির কূটকৌশল উন্মোচনও এবারের বিশ্ব তামাকমুক্ত দিবসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। ‘তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ পালিত হয়েছে।

বুধবার (৩১ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে থেকে একটি র‍্যালী বের হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন,মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার, সির্ভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন।

বক্তব্য রাখেন,জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31