মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজারঃ

 

মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জেলা প্রশাসনের আয়োজনে প্রদীপ প্রজ্জ্বলন করেন শহীদ পরিবারের সদস্যসহ বীর মুক্তিযোদ্ধারা।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য প্রদান করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, পৌর মেয়র আলহাজ্ব মো: ফজলুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার জামাল উদ্দিন,লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াছমিন।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা,প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,রাজনীতিবিদ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দসহ জেলার সংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীগন।

উল্লেখ” ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল, তখন বাঙালি বুদ্ধিজীবী হত্যা ছিল নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। জাতি যখন বিজয়ের খুব কাছে, সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে।

ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন।
সেই শহীদ বুদ্ধিজীবীদের শোক, বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় স্মরণ করেছে জাতি।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31