রৌমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১

রৌমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিবর রহমান (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর এলাকার আন্তর্জাতিক পিলার ১০৫৪ এর কাছে এ ঘটনা ঘটে।

শহিবর রহমান উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত এরাজ আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহিবর রহমানসহ কয়েকজনের একটি দল গরু চোরাচালানের উদ্দেশে সীমান্তে যায়। এসময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে শহিবরের বুকের বাঁ পাশে লাগে। পরে সঙ্গীয় লোকজন তাকে নিয়ে আসার পথে মৃত্যু হয়। শনিবার সকালে পুলিশ শহিবরের বাড়ি থেকে লাশ থানায় নিয়ে যায়।

তবে শহিবরের পরিবারের দাবি, তারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিল। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়ন সদর দফতরের হাবিলদার সহকারী মুকিব জানান, ভোরে ৩/৪ রাউন্ড গুলির শব্দে সংশ্লিষ্ট এলাকায় বিজিবি টহল দল নৌকা নিয়ে গিয়ে কাউকে দেখতে পায়নি। পরে স্থানীয়দের মারফত শহিবর রহমানের নিহতের খবর পেয়ে পুলিশকে জানানো হয়।

বিজিবি সদস্য মুকিব বলেন, ‘গুলির শব্দ শুনতে পেলেও বিষয়টি বিএসএফের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।’

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, শহিবর রহমান কাউনিয়ারচর গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31