লতা মঙ্গেশকরের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২

লতা মঙ্গেশকরের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক 

কিংবদন্তি ূশিল্পী লতা মঙ্গেশকরের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতরত্ন লতার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে বিকালেই তিনি মুম্বাই ছুটে আসেন।

শিবাজি পার্কে শায়িত ভারতরত্ন লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন তার বোন আশা ভোঁসলে, উষা মঙ্গেশকর, শচিন তেন্ডুলকর, শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুরসহ অনেকে।

নিজ বাড়ি ‘প্রভুকুঞ্জ’ থেকে স্থানীয় সময় পৌনে ৬টার দিকে লতা মঙ্গেশকরের মৃতদেহ শিবাজি পার্কে নিয়ে যাওয়া হয়। সবার প্রিয় লতা দিদি’র ‍মৃতদেহ সেখানে পৌঁছানোর আগে থেকেই এই কোকিলকোণ্ঠীর জনপ্রিয় গানগুলো শিবাজি পার্কে বাজানো হচ্ছে।

লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ, রাজনীতিক, বলিউডের তারকারা একে একে শিবাজি পার্কে যান।

লতা মঙ্গেশকরের বোন ভারতের সংগীত জগতের আরেক কিংবদন্তি আশা ভোশলে, উষা মঙ্গেশকরসহ মঙ্গেশকর পরিবারের সদস্যরা শিবাজি পার্কে উপস্থিত ছিলেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এসিপি প্রধান শরদ পাওয়ার, গীতিকার জাভেদ আখতার, ড্রিম গার্ল হেমা মালিনী, গায়িকা অনুরাধা পাড়োয়ালসহ আরো অনেকে প্রিয় লতাদি’র মৃতদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

সাধারণ মানুষের শ্রদ্ধা জানানো শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031