লাইফ সাপোর্টে তিতুমীর কলেজের ছাত্র রাজীব

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০১৮

লাইফ সাপোর্টে তিতুমীর কলেজের  ছাত্র রাজীব

লাইফ সাপোর্টে ঢাকার সরকারি তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব । তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে । গত ৩ এপ্রিল রাজধানীতে বিআরটিসি ও স্বজন পরিবহন দুই বাসের চাপায় তার ডান কনুইয়ের উপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
রাজীবের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শামসুজ্জামান জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে আইসিইউতে রাজীবের শ্বাসকষ্ট শুরু হয়। সেই সঙ্গে তার ‘কনশাসনেস’ কিছুটা কমে আসে।

হেড ইনজুরির ক্ষেত্রে এরকম হয়। ওই ঘটনায় রাজীবের মাথার সামনে ও পেছনের হাড় ভেঙে যায়, ব্রেইনের সামনের দিকেও সে আঘাত পায়। আমরা এখন তাকে লাইফ সাপোর্টে রেখেছি।

দুর্ঘটনার পর রাজীবকে প্রথমে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড।

এই বোর্ডের প্রধান অধ্যাপক শামসুজ্জামান গত ৬ এপ্রিল জানিয়েছিলেন, রাজীবের মাথায় আপাতত সার্জারি লাগবে না। তবে হাতের আঘাতের জায়গায় আরও কয়েকটা সার্জারি করতে হবে।

লাইভ রেডিও

Calendar

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031