লালমনিরহাটে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

লালমনিরহাটে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

লালমনিরহাটের বুড়িমারীতে আবু ইউনুস শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলার ঘটনায় করা মামলার প্রধান আসামি আবুল হোসেন ওরফে হোসেন আলীকে (৪৬) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন আজ শনিবার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম আজ ভোরে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ^রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিসি ওয়ালিদ হোসেন বলেন, আবুল হোসেন কয়েকদিন দিন ধরে পুলিশের নজরদারিতে ছিল। গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের একটি টিমের কাছে গোপন সংবাদ আসে আবুল কুড়িল বিশ্বরোড এলাকায় কয়েকদিন অবস্থান করতে পারে। পরে এই সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের টিমলিডার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ তয়াছির জাহান বাবুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে জুয়েলকে পিটিয়ে হত্যার পরে লাশ টেনে নিয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930