শারদ কন্যার প্রতি পংক্তিমালা

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯

শারদ কন্যার প্রতি পংক্তিমালা

শারদ কন্যা
আনিস আহামেদ

শরৎবেলা নীলিমায় ভেসে যায় সাদা মেঘের ভেলা
কাশবন ভরে যায় সাদা কাশফুলে।
সাদা শাপলা, সাদা পদ্ম, সাদা বক, সাদা সারস।
সকাল-সাঁঝে সাদা পায়রারা আকাশ আচ্ছাদিত করে,
ঘোষণা করে শান্তির বারতা।
ঢাক-ঢোল কাঁসর বাজে,
শঙ্খ আর উলুধ্বনিতে ঘোষিত হয় শারদীয় দেবীর আগমনী।
পলিমাটির বৃষ্টির ঘ্রাণে গৃহস্থের ঘরে ঘরে জন্ম নেয় শারদ কন্যা।
এই তো আমার বাংলাদেশ শাশ্বত ব-দ্বীপ।

ঘর থেকে এক পা দু’পা করে বাইরে এসে কন্যা বসুধা দেখে
এরপর ক্ষেতের আইল ধরে হাঁটতে হাঁটতে দেখে গাঁও-গঞ্জ-শহর।
দেখে দেশ, দেখে মানচিত্র, দেখে মহাবিশ্ব
দেখে হাসি, দেখে কান্না, দেখে রক্ত, দেখে শোকের কালো চাদর।
একদিন কন্যা দশভুজা হয়,
অকালবোধনে হয়ে ওঠেন আলোর দিশারী
মহামায়ার আশীর্বাদে ভরে যায় শরতের হৃদয়।

পিতার সুযোগ্য কন্যা
নাসির আহমেদ

আমাদের সোনালি ফসলফলা শস্যের জমিতে পঙ্গপাল
ঢুকেছিল একদিন, জাতির পিতাকে হত্যা পঁচাত্তর সাল;
বঙ্গবন্ধুর প্রিয় সোনার বাংলায় এলো মহাদুর্যোগের কালরাত
মুক্তিযুদ্ধ বাংলাদেশ কেমন ফ্যাকাশে হয়ে গেল অকস্মাৎ!

মুক্তির সোনালি সূর্য যেন ডুবে গেল প্রত্যুষেই
সব আছে, শুধু সেই মুক্তিযুদ্ধের দেশ নেই!
পরাজিত শকুনেরা ফিরে এলো পুনরায় সদর্প পাখসাটে
মুক্তিযুদ্ধ পরাজিত লাখো শহিদের রক্তস্নাত এ তল্লাটে!

অনেক বছর পর সেই দুঃসময় হলো
আপনার নেতৃত্বেই দূর
যেন হ্যামিলন শহরের বংশীবাদক হয়ে বাজালেন
পিতার মতই দীপ্র সাহসে মুক্তির সুর
সেই সুরে বাংলাদেশ প্রগতির চেতনায় ফের জেগে ওঠে
জয়বাংলার জয়ধ্বনি আবার এসেছে ফিরে বাঙালির ঠোঁটে।

আবার অনন্য ঐক্যে জেগে ওঠে বাংলাদেশ বিজয়যাত্রায়
আবার শত্রুরা জাগে একাত্তরের সেই তীব্র হিংস্রতায়!
আবার সৃষ্টির পথে ধ্বংসযজ্ঞ নিয়ে আসে আগুন-সন্ত্রাস
আবার প্রেতাত্মা আসে পাকিস্তানের, পথে পথে পড়ে শুধু লাশ।

আপনি সেই সর্বনাশা দুঃসময়ে এনেছেন নব্য জাগরণ
জাতির পিতার মতো একমাত্র আপনিইতো বাঙালির মন
আর মননের ভাষা বুঝে নিয়ে শোনালেন নতুন দিনের গান
সেই ডাকে ফিরে এলো উন্নয়ন-অগ্রযাত্রা বাঙালির হারানো সম্মান।

পরাজিত নয় এই বাংলার মানুষ আর মানুষের মৌল অধিকার
বাংলাদেশ বিশ্বজুড়ে সম্মানের আসনে বসে নেতা আপনি বিশ্বসভার।
সম্পদে সমৃদ্ধ হয়ে স্বনির্ভর বাংলাদেশ অনন্য গৌরব বিশ্বময়
এ সাফল্য দেশরতœ আপনার সাহস আর সোনার বাংলার গর্বিত সঞ্চয়।
এখনতো বিশ^জুড়ে বাংলাদেশ আর আপনি গৌরবের নাম
জাতির পিতার যোগ্য পতাকাবাহক, আপনাকে সালাম।

বঙ্গবন্ধু কন্যা
আমীরুল ইসলাম

শেখ হাসিনা মানে
শাপলা দোয়েল জানে।
শেখ হাসিনা মানে
উদার আকাশ জানে।

শেখ হাসিনা মানে
বীর বাঙালি জানে।
শেখ হাসিনা মানে
শীত বসন্ত জানে।

শেখ হাসিনা মানে
মুক্তিযোদ্ধা জানে।
শেখ হাসিনা মানে
শহিদ মিনার জানে।

শেখ হাসিনা মানে
চন্দ্র-সূর্য জানে।
শেখ হাসিনা মানে
বাউল কবি জানে।

শেখ হাসিনা মানে
সন্ধ্যা তারা জানে।
শেখ হাসিনা মানে
ঘাটের মাঝি জানে।

শেখ হাসিনা মানে
মাঠের ঘাস জানে।
শেখ হাসিনা মানে
শিল্পী লেখক জানে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930