শূন্য বিষণ্ণ

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৩

শূন্য বিষণ্ণ
হাসিদা মুন

 

জন্ম নিলাম-
চোখ ফুটিলো বিচিত্র সম্ভারে
প্রলুদ্ধ হইলাম মিষ্টতার প্রলেপে ঢাকা জীবনধারণের প্রণালীতে
ভোগ করিবার আশ্বাসেই অহরহ সামনের যাত্রা আরম্ভ হইলো

পাইলাম – খাইলাম – চলিলাম …

 

একদা স্থির হইয়া চাহিয়া দেখিলাম
দূরে একসারি তাল গাছ
সেইখানে পৌঁছাইয়া পাতার মড়মড়্ সড়সড়্ শব্দ শুনিলাম
দূউরে – একজন সাদা কোর্তা গায়ে চাষা হাঁটিয়া গেলো
বেশ খানিকটা গেলে ক্রমশ:সে যেনো
এক সাদা ‘বিন্দু’ হইয়া গেলো
ইচ্ছা জাগিলো – আমিও এক ‘বিন্দু’ হইবো…

 

যেই কথা সেই কাজ –
বিন্দু’ হইলাম; তবে ‘জি বিন্দু’ সহ,
এই এক মোক্ষম সঙ্গী
খেদাইতে হইবো তাঁরে
নাইলে ভিখারী করিয়া ছাড়ে ….

 

উপরে তাকাইয়া দেখি এতোটুকু বলয়ের ভিতরেই বাঁচা বাঁচি,
বাকি সব শূন্য-
মহাশূন্য ব্যাপিয়া যে বিশাল শূন্য- পরিশূন্যতা
এই শূন্যকেই বুঝিবো ভাবিয়া নির্ধারণ করিলাম
ইহার ভিতরেও বেশ এক ধরণের
বিশেষ আকর্ষণ টানে
মনেহয় – কি এক ‘ফাজিল সম্পদ’ লুকানো ওইখানে…

 

ঘর ছাড়িয়া বেঘর হইবার
জোগাড় নাই যদিও তাহাতে…
তবে
‘আবু বেন্ আধম’ ঘর ছাড়িলেন কি পাইতে …..?

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930