শ্রীমঙ্গলে নটরডেম স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, মে ২৬, ২০২২

শ্রীমঙ্গলে নটরডেম স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 
কপিল দেব জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনপ্যাপী নানা আয়োজনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নটরডেম স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা আজ (২৬ মে) বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয় এ মেলা।
এর আগে সকালে শহরের বারিধারা এলাকার নটরডেম স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নটডেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্লাসিড রোজারিও সিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার,ফাদার নিকোলাস বাড়ৈ, ফাদার মৃনাল ম্রং, কারিতাস ট্রেড স্কুলের প্রিন্সিপাল টেরেন্স পেরেরা প্রমুখ। পরে শিক্ষার্থীদের প্রদর্শনীগুলো ঘুরে দেখেন অতিথিরা।
মেলায় ২৯টি দলীয় প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্রদর্শনী দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘পরিবেশ বান্ধব শহর প্রকল্প, উদ্ভিদের বিভিন্ন অংশ, সৌর জগৎ, বৃষ্টির পানি সংরক্ষণ ও সেচ প্রকল্প, পর্যটক কেন্দ্রীক আদর্শ শহর, পানি ও পেট্রল দিয়ে গ্যাস তৈরী, ইট ভাটার প্রভাব, যানজট মুক্ত শহর, আইসিটি ও মডার্ন সিটি, পরিস্কার পরিচ্ছন্নতা, সুষম খাদ্য, স্বাস্থ্যকর খাবারের নমুনা, পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি প্রদর্শনী ।
দুপুরে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী। পরে বিকেলে ৫টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ।

লাইভ রেডিও

Calendar

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031