শ্রীমঙ্গলে বিরল ডাহুক পাখি উদ্ধার

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

শ্রীমঙ্গলে বিরল ডাহুক পাখি উদ্ধার

 

পংকজ কুমার নাগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ক্যাথলিক মিশনরোড নামক এলাকার অঞ্জন দাশের বাসা থেকে আহত অবস্থায় বিপন্ন একটি ডাহুক পাখি উদ্ধার করেছে জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭ টায়, বিপন্ন এই ডাহুক পাখিটি উদ্ধার করেন জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন এর সভাপতি ও জি টিভির সাংবাদিক হৃদয় দেবনাথ এবং সহসভাপতি ও রেডটাইমস এর সাংবাদিক পংকজ কুমার নাগ।

সাংবাদিক হৃদয় দেবনাথ জানান, ক্যাথলিক মিশন রোডের অঞ্জন দাশের সাহায্যে তার বাসা থেকে আহত অবস্থায় বিপন্ন এই ডাহুক পাখটিকে উদ্ধার করে তাৎক্ষণিক ভাবে বনবিভাগের কাছে হস্তান্তর করি। পাখিটিকে আগামীকাল সকালে জলাধারের নিকট অবমুক্ত করা হবে।

পাখিটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন, সুব্রত সরকার, শহিদুল ইসলাম এবং রূপক দত্ত প্রমুখ।

প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন এর তরুন সাংবাদিকরা প্রাণপ্রকৃতি রক্ষায় ধারাবাহিক ভাবে যেভাবে পাখি ও বন্যপ্রাণীর প্রাণ বাঁচাতে কাজ করে যাচ্ছেন, আমি তাদেরকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি তাঁদের দেখে প্রাণপ্রকৃতি রক্ষায় অন্যরাও যেন এগিয়ে আসেন সেই আহ্বান জানাচ্ছি।

জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন এর সভাপতি ও জি টিভির সাংবাদিক হৃদয় দেবনাথ জানান, আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন প্রজাতির প্রায় ৪ শ পাখি আমরা উদ্ধার করেছি বিভিন্ন পাখিদষ্যু মানুষের কাছ থেকে ৷ এর মধ্যে আজকের পাখিটি সহ মোট ৪৪ টি ডাহুক পাখি আমরা উদ্ধার করতে পেরেছি। এটি আমাদের জন্য একটি অনেক বড় এচিভম্যান্ট। আমরা এমন ভাবে কাজ করে যাবো যেনো, আর একটি পাখিও কোন দষ্যুর শিকারে পরিনত না হয়।

 

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930