শ্রেষ্ঠপ্রকাশ সম্পাদক হলেন ড.হাসিনা ইসলাম সীমা Dʀ Hasina Islam Shima

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২১

শ্রেষ্ঠপ্রকাশ  সম্পাদক হলেন  ড.হাসিনা ইসলাম সীমা Dʀ Hasina Islam Shima

 

শ্রেষ্ঠপ্রকাশ শেখ হাসিনা সংখ্যার সম্পাদক হলেন ড.হাসিনা ইসলাম সীমা Dʀ Hasina Islam Shima। তিনি রেডটাইমস কে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ‘শ্রেষ্ঠ প্রকাশ’ ইতোমধ্যে একটি সাময়িকী প্রকাশ করেছে।

 

যার সম্পাদনার গুরুদায়িত্বটি বর্তিয়েছিলো আমার ওপর।এমন একটি দুর্লভ কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এছসড়া কৃতজ্ঞতা প্রকাশ করছি দায়িত্ব প্রদানকারী শ্রেষ্ঠ প্রকাশের কর্ণধার সৌমিত্র দেবের প্রতি।যিনি সাহস করে নির্ভরতার স্থানটি আমাকে অর্পণ করেছেন।

 

সেখানে যেসকল প্রথিতযশা কবি ও কলামিস্টদের লেখা রয়েছে তারা হলেন

 

কবি মুহম্মদ নুরুল হুদা ,মোহাম্মদ শামস্-উল ইসলাম, কবি আসাদ মান্নান , কবি শ্যামসুন্দর সিকদার
পীযুষ বন্দ্যোপাধ্যা্‌য়, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব(স্বপ্নীল), সৌমিত্র দেব ,সৈকত চন্দ্র হালদার
অরূপ তালুকদার, কামরুল হাসান ,
কবি কাজী নুসরাত সুলতানা, কবি খোকন কুমার রায়,সৈকত চন্দ্র হালদার
নাসির উদ্দি্‌ ন ,   মোতাহার হোসেন ,  সৈয়দা সানজিদা শারমিন
মো. আব্দুল আলীম,   মীর মোহাম্মদ আসলাম উদ্দিন,   রেজাউল করিম সিদ্দিকী  ,
ড. হাসিনা ইসলাম সীমা প্রমূখ । এ ছাড়া   ছড়া লিখেছেন   আনজীর লিটন
ও  শাহাদত বখত শাহেদ ।

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930