সম্পূর্ণ

প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২৩

সম্পূর্ণ
হাসিদা মুন

মানুষ যখন থেকে তার পথের গন্তব্য জানে
তখন সে নিজেকে পূর্ণ করতে চায়
কোনো একটা দিকের প্রতিনিধিত্ব করে বেড়ায়
পুরুষ ও নারী একসাথে পথটিকে গন্তব্যে নিয়ে
বাস্তবে রূপান্তরিত করতে যায় পূর্ণতায়
মানুষ ‘সম্পূর্ণ মানুষ’ হতে চায় …

 

মানুষ সম্পূর্ণ হয় নারী পুরুষের মিলনবিন্দুতে
একজন পুরুষ আরেকজন নারী
উভয়ই সম্ভাবনায় যুক্ত আছে
কেবল সময়ের সান্নিধ্য ধরে রেখে
বিপরীত ভূমিকা পালন করতে পারে বিপরীতই
যত তাড়াতাড়ি একসাথে হয়
পুরুষ হয়ে ওঠে একটা পথ –
নারী গর্ভবতী প্রাচুর্যে কর্মময় …

 

হিসাবে এভাবে প্রকাশ করে করেই লোকেরা লোকান্তরে যায়
এমন মহৎ নতুন কিছু ঘটতে দেয় না নিজেরাই
যা তাদের পূর্ববর্তী পথ থেকে ফিরিয়ে দিতে পারে

বাস্তবতার সন্ধান শুরু করার সাথে সাথে
ভুলপথে ঢুকে – ভুল থেকে – ভুলকেই সাথে রেখে
সামনে এগিয়ে যায়
বিভ্রান্ত হয়ে বিভ্রান্তিতে জড়িয়ে নিয়ে বিমূঢ় হয়…

 

নিজ সময় অপচয়ের আক্ষেপে
নতুন চিত্রপট তৈরী করার জন্য একে অন্যের সৌজন্যে
পরবর্তী পরিবর্তনের উপর নির্ভর করে না …

 

পেরিয়ে আসা পথগুলো একে অপরের সাথে একত্রিত হয়ে
ঘোরলাগা প্রান্তরে আচ্ছন্ন হয়ে থেকে
পথটিকে একটি অস্পষ্ট পথের দিকেই নিয়ে যায়
আর যেতে যেতে পেছনের দিকে তাকিয়ে বলে –
ও মানুষ সম্পূর্ণ হও …..