সাভারে হাজী ব্রিকস ইট ভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩

সাভারে হাজী ব্রিকস ইট ভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদকঃ

 

মঙ্গলবার ১৭ জানুয়ারি ঢাকা সাভার উপজেলা ভাকুর্তা ইউনিয়ন হিন্দু ভাকুর্তা এলাকায় হাজী ব্রিকস এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন।

 

হাজী ব্রিকসের স্বত্বাধিকারী এই নামে ইট তৈরির করা লাইসেন্স থাকলেও তারা অন্যের নামে অর্থাৎ এবি এম নামক প্রতিষ্ঠান নাম ব্যবহার করে ইট তৈরি করে আসছিল।হাজী ব্রিকস নামক ইটভাটার এ, বি,এম ইট পাওয়া যায়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন উল্লেখিত কর্মকান্ডগুলো ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী অপরাধ। এর জন্য হাজির ব্রিকসের মালিক কে উক্ত আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তাদের নামে হাজী ব্রিকস লাইসেন্স থাকলেও অন্য নামে ইট তৈরি করে আসছিল এছাড়া ইটভাটার মাটি কোথায় থেকে আনা হয় তারসঠিক উত্তর দিতে পারেন নি হাজী ব্রিকস। এছাড়া কোন রশিদও দেখাতে পারিনি মাটি কোথা থেকে কেনা হচ্ছে।

 

এছাড়া মোবাইল কোর্ট পরিচালনা কালে দেখা য়ায় জেলা প্রশাসন থেকে প্রদত্ত লাইসেন্সের শর্ত অনুযায়ী ১ একর ৫০ শতাংশ জায়গা ইট ভাটার কার্যক্রম পরিচালনা কথা থাকলেও হাজী ব্রিকস ১০ থেকে ১২ একর জায়গা জুড়ে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছে।

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930