সিলেটে আশা’র বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮

সিলেটে আশা’র বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

চলতি অর্থ-বছরে ১৭৫৪ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রায় আশা সিলেট বিভাগের আয়োজনে ১১ ফেব্রুয়ারি’১৮ তারিখ বিভাগের সকল বিভাগীয় কর্মকর্তা, জেলা ব্যবস্থাপক, নিরীক্ষক এবং আঞ্চলিক ব্যবস্থাপক সহ মোট ৫৪ জন উর্দ্ধতন মাঠ কর্মকর্তার অংশগ্রহণে সিলেট বিভাগীয় সমন্বয় সভা হোটেল ডালাস, সিলেটে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার সিনিয়র ডেপুটি প্রেসিডেন্ট জনাব এম আবদুল আজিজ এবং বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জনাব মোঃ ফয়জার রহমান- এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অপারেশন), সুশীল রায় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এইচআর) ও জনাব মোঃ তৌফিকুল ইসলাম চৌধুরী এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (হিসাব)। সভায় আশা’র কেন্দ্রীয় কার্যালয়ের সিনিয়র কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। সভায় আশা সিলেট বিভাগের ষান্মাসিক কার্যক্রমের পর্যালোচনা করাসহ জানুয়ারী-জুন’১৮ সময়ে সিলেট বিভাগে আশার ১৯৯টি ব্রাঞ্চের আওতায় ২,৪৭,৯৫১ জনকে ৯১১ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উল্লেখ্য চলতি অর্থ-বছরের জুলাই-ডিসেম্বর’১৭ মেয়াদে ২,২১,৩৪৫ জন ঋণ গ্রহিতার মাঝে ৮৪৩ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। আশা ঋণ কার্যক্রমের পাশাপাশি কোন দাতা সংস্থার অর্থ সহযোগিতা ছাড়া নিজস্ব তহবিলে সারা দেশে স্যানিটেশন কার্যক্রম, স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি, প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ ইত্যাদি কর্মসূচি আশা বাস্তবায়ন করছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনসহ সকল কাজে গুণগত মান বজায় রেখে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত কর্মকর্তাদের প্রতি আহবান জানান।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930