সিলেট বিভাগে বন্যায় মৃত্যু বেড়েছে

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২

সিলেট বিভাগে বন্যায় মৃত্যু বেড়েছে

রেডটাইমস ডেস্ক:

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বিভাগের চার জেলার মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও সিলেটে ১৬ জন, মৌলভীবাজারে তিনজন ও হবিগঞ্জে একজনের মৃত্যু হয়।

 

তিনি বলেন, যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে বৃহস্পতিবার (২৩ জুন) একদিনে সুনামগঞ্জের দোয়ারাবাজারসহ অন্যান্য এলাকা থেকে বেশ কয়েকটি মৃত্যুর রিপোর্ট আসায় মৃতের সংখ্যা বেড়েছে। প্রথম ও দ্বিতীয় দফা বন্যায় তাদের মৃত্যু হয়েছে।

 

গত ১৭ মে প্রথম দফা এবং ১৪ জুন থেকে সিলেটে দ্বিতীয় দফা বন্যায় মৃত্যু শুরু হয়। এর বাইরে সিলেটের বন্যা কবলিত এলাকায় কয়েকটি লাশ ভেসে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

গোয়াইনঘাটের বাসিন্দা মঞ্জুর আহমদ জানান, বৃহস্পতিবার (২৩ জুন) জৈন্তাপুরে বোরকা পরিহিত এক নারীর লাশ তিনি ভেসে উঠতে দেখেছেন। লাশটি দেখে ভিড় করেন স্থানীয় লোকজন।

 

সুনামগঞ্জের ছাতকে বন্যার পানির তোড়ে নিখোঁজ মখলিস মিয়ার লাশ বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে উদ্ধার করা হয়। নিহত মখলিস নাদামপুর (নানশ্রী বিলচরা) গ্রামের বাসিন্দা।

নাদামপুর গ্রামের বাসিন্দা সমাজকর্মী জুনেদ আহমদ জানান, গ্রামের পশ্চিমে বিতরকুলাই হাওরে তার লাশ পাওয়া যায়। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31